বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: যূথিকা মাধবী মল্লিকা লহ শ্যাম হে
যূথিকা মাধবী মল্লিকা লহ শ্যাম হে
নব বিকশিত চম্পা, লহ আরতি ফুল-গন্ধে।
যমুনা আকুলি’ উঠিছে উথলি’,
গুঞ্জরে অলি বিহগ-কাকলি শুকসারি আনন্দে,
ভ্রমর গুন্‌ গুন্‌ স্বরে বন্দে॥
তরুলতা সব নাচে বায়ু-ভরে
তোমার পূজার ফুল ডালা ধ’রে
হংস সারসী কমল-কাননে নাচে জলধারা ছন্দে॥
ময়ূর-ময়ূরী শঙ্খ বাজায়
বনলতা পাতা দেউল সাজায়
পূজিতে তাদের বন-দেবতায় কিশোর গোকুল-চন্দে॥