বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: ভুখা আঁখি কাজ কি ঢাকি ওড়না দিয়ে গুলবদন্‌
 

ভুখা আঁখি কাজ কি ঢাকি ওড়না দিয়ে গুলবদন্‌
পিয়েই না হয় নিলে ও রূপ আঁখির ক্ষুধা আর্ত মন॥
‘হারুত’ সম সই হামেশা আশেক হওয়ার হয়রানি।
হায়, যদি না দেখত কভু ও রূপ আমার দুই নয়ন॥
‘হারুত’ কি হায় বন্দী হত চিবুক টোলের রস-কুঁয়ায়
‘মারুত’ যদি না কইত গো সেই রূপসীর রূপ কেমন॥
আমার মতন ও রূপ দেখে ভুল বকে কি বুলবুলি?
তোমার মুখের খোশ্‌বু লেগে ফুলের বাসে মাত্‌ল বন॥
তোমায় ভালবেসে সখি দুঃখ ব্যথার অন্ত নাই।
ঘোমটা খোলো, হাফিজ তোমার রূপ দেখে নিক মনোমোহন।