বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ও দুখের বন্ধু রে, ছেড়ে কোথায় গেলি।
     তাল: কাহারবা
ও দুখের বন্ধু রে, ছেড়ে কোথায় গেলি।
ছেয়ে কোথায় গেলি রে বন্ধু, এক্‌লা ঘরে ফেলি॥
আমায় গঞ্জনা দেয় ঘরে পরে,
আমি ভুলতে তবু নারি তোরে রে,
আমি লবণ দিতে পান্তা ভাতে হলুদ দিয়ে ফেলি॥
তোর লাঙল তোর কা’স্তে নিয়ে,
আমি খুঁজে বেড়াই মাঠে গিয়ে,
আমার চোখের জলে মাঠ ভেসে যা তুই তবু কই এলি॥
তেল মেখে কি গায়ে তোরা
পিরিত করিস্‌ মনোচোরা,
ধরিতে কিনা ধরিতে যাস্‌ রে পিছলি’॥