বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নদী এই মিনতি তোমার কাছে

        তাল: কাহারবা
নদী এই মিনতি তোমার কাছে
ভাসিয়ে নিয়ে যাও আমারে যে দেশে মোর বন্ধু আছে॥
নদী, তোমার জলের পথ ধ’রে সে চ’লে গেল একা,
আমি সেই হ’তে তার পথ চেয়ে রই, পেলাম না আর দেখা,
ধূলার এ পথ নয় সে বন্ধু থাকবে চরণ-রেখা।
আমি মীন হয়ে রহিব জলে, ছুট্‌ব ঢেউ-এর পাছে॥
আমি ডুবে যদি মরি, তোমার নয় সে অপরাধ,
কুলে থেকে পাইনে খুঁজে, তাই জেগেছে সাধ।
আমি দেখ্‌ব ডু’বে তোমার জলে আছে কি মোর চাঁদ,
বড় জ্বালা বুকে রে নদী টেনে লহ কাছে
নদী, অভাগা এই যাচে॥
হায় স্মরণে আসে গো অতীত কথা।
নয়নে জল ভরে তাই হৃদয় করে ব্যথা,
মুখ তার রহি’ রহি পড়ে মোর মনে॥
তার স্মৃতি ভুলিতে চাহি যতই
সখি মনে পড়ে তারে ততই,
সে কাঁদায় সখি মোরে ঘুমে জাগরণে॥
তার সাথে গেছে প্রাণ, দেহ আছে প’ড়ে,
বাঁচার অধিক আমি সখি গো আছি ম’রে।
নাহি ফুল, আছে কাঁটার স্মৃতি
নাহি আর সে-চাঁদিনী তিথি,
নাহি আর সুখ শান্তি সখি এ জীবনে॥