বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: জাগো দুস্তর পথের নব যাত্রী

 জাগো   দুস্তর পথের নব যাত্রী
                      জাগো জাগো!
    ঐ   পোহাল তিমির রাত্রি॥
          দ্রীম্ দ্রীম্ দ্রীম্ রণ-ডঙ্কা
          শোন বোলে নাহি শঙ্কা!
          আমাদের সঙ্গে নাচে রণ-রঙ্গে
          দনুজ-দলনী বরাভয়-দাত্রী॥
          অসম্ভবের পথে আমাদের অভিযান
          যুগে যুগে করি মোরা মানুষেরে মহীয়ান।
          আমরা সৃজিয়া যাই নতুন যুগ ভাই
    ‌      মোরা নবতম ভারত-বিধাত্রী॥
          সাগরের শঙ্খ ঘন ঘন বাজে,
          রণ-অঙ্গনে চল্ কুচ‌কাওয়াজে।
          বজ্রের আলোকে মৃত্যুর মুখে
          দাঁড়াব নির্ভীক উগ্র সুখে
          ভারত-রক্ষী মোরা নব শাস্ত্রী॥