বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম:
নমো নমো নমঃ হিম-গিরি-সূতা দেবতা-মানস-কন্যা
           
 নাটিকা: 'সেতুবন্ধ' নাটিকা :
নমো নমো নমঃ হিম-গিরি-সূতা দেবতা-মানস-কন্যা।
স্বর্গ হইতে নামিয়া ধূলায় মর্ত্যে করিলে ধন্যা॥
আছাড়ি’ পড়িছ ভীষণ রঙ্গে
চূর্ণি’ পাষাণ ভমি-তরঙ্গে,
কাঁপিছে ধরণী ভ্রুকুটি ভঙ্গে –
ভুজগ-কূটিল বন্যা॥
কুলে কলে তব কন্যা-কমলা
শস্যে কুসুমে হাসিছে অচলা,
বন্দিছে পদ শ্যাম-অঞ্চলা –
ধরণী ঘোরা অরণ্যা।