বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আজ লাচনের লেগেছে যে গাঁদি গো

'হোরির হর্বা', তাল : খচ্মচী

আজ লাচনের লেগেছে যে গাঁদি গো আজ লাচনের লেগেছে গাঁদি।
আমার কোমর কাঁকাল ভেঙে গেছে লেচে লেচেও দাদি –
আজ লাচনের লেগেছে গাঁদি॥
মাদলের বোল : হুর্‌র্‌ দাদা, দাদারে দাদা!
তিন দাদা পুত্‌ নাতিন্‌ নাচে দাদারে দাদা!
নাতিন নাচে পুতিন নাচে সতীন নাচে শ্যাওড়া গাছে দাদারে দাদা!
তিন দাদা পুত্‌ নাতিন নাচে॥
বড়্‌কী নাচে ছুট্‌কী নাচে মুট্‌কি নাচে ধাতিন্‌ তিং,
সুট্‌কি নাচে থুপী নাচে নাচে সাথে আহ্লাদী।
আজ লাচনের লেগেছে গাঁদি॥
মাদলের বোল : ও গিজে, মুড়কি ভিজে ! ও গিজে রেল ঠুঁকে দে!
শিরীষের বাগান-ধারে হাত বাড়ালে পয়সা পড়ে!
ওরে আমার ফকিরচাঁদ গাই দুয়াবো বাছুর বাঁধ।
বুড়ী নাচে ভুঁড়ি নাচে নাচে ছোঁড়া ছুঁড়ি গো,
আবার গোদা পায়ে ঘুঙুর বেঁধে নাচিছে খাঁদা খাঁদি।
আজ লাচনের লেগেছে গাঁদি॥
মাদলের বোল : ও গিজে যাস্‌নে ভিজে, ও গিজে ঠান্‌দিদি যে!
সাবাস বেটি বকন-ছা, কলামোচায় ফড়িং খা।
ও গিজে তাল ভটাভট! ও গিজাং ঘিচ্‌তা ঘিচাং ঘিচ্‌তা ঘিচাং!
ও গিজে যাচ্চলে যা বরিশ্যল্যা পাবনা ঢাকা খুলন্যে জেলা!
তেহাই : পিঁয়াজ পিঁয়াজ রসুন খাক্‌
যার পাঁঠা তার বাপের গোয়ালে যাক্‌, খাক্‌ কাঁকুড় খাক্‌
তোর ছেলে তোর দাদার ছেলে।
হুল্লোড় ধ্বনি : হুরর্‌, হুরর্‌