বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ওহে ভ্যাবাকান্ত! দাও হে গানে দাও ক্ষ্যান্ত।
ওহে ভ্যাবাকান্ত! দাও হে গানে দাও ক্ষ্যান্ত।
এ যে সুরে ও অসুরে রণ, এ নহে গান তো॥
তব তান শুনে তানসেন লুঙি ফেলে ভেগে যায়,
পড়শিরা বেঁকে যায় রাগে বঁড়শির প্রায়,
ধরিয়া সুরের কাছা করিছ গামছা কাচা,
বেচারি গানের যেন করিছ বাপান্ত॥
তোমার পাড়ায় কেন লইলাম বাড়িভাড়া
সা-রে-গা-মা সাধা শুনে প্রাণ হল খাঁচা ছাড়া।
হয় মনে সন্দেহ ধরিয়া টানিছে কেহ
যেন জীব বিশেষের লাঙ্গুল-প্রান্ত॥
সুরের ভাসুর তুমি গানের আফগান,
সরস্বতীরে ধ’রে পরাইছ চাপকান,
দেখে বীণা ফেলে, দেয় নারদ পিঠদান
বাহনের গান শুনে শিব উদ্‌ভ্রান্ত॥