বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: ছিটাইয়া ঝাল নুন এলো ফাল্গুন মাস।  
     রাগ: সোহিনী বসন্ত, তাল : কাহারবা

ছিটাইয়া ঝাল নুন এলো ফাল্গুন মাস।
কাঁচা বুকে ধরে ঘুণ, শ্বাস ওঠে ফোঁস ফাঁস॥
শিমুল ফলের মতো ফটাফট ফাটে হিয়া,
প্রেম-তুলো বের হয়ে পড়ে গো ছড়াইয়া,
সবে বালিশ ধরিয়া করে ছটপট হাঁসফাঁস॥
চিবুতে সজনে খাড়া সজনিরা ভুলে যায়,
আনাগোনা করে প্রেম পরানের দরজায়,
হৃদয়ের ইঞ্জিনে গ্যাস ওঠে ভোঁস ভাঁস॥
কচি আম-ঝোল-টক খাইয়া গিন্নি মায়
বউঝির সাথে করে টক্ষাই টক্ষাই!
আইবুড়ো আইবুড়ি জল গেলে ছ-গেলাস॥
বিরহিণীদের আঁখি-কলসি হয়েছে ফুটো,
গাধাও আজ গাহে গান ফেলিয়া ঘাসের মুঠো,
নোনা-পাকা মন বলে, কবে আসে তালশাঁস॥