বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নমো নমঃ রাম-খুঁটি

        'খুঁটোর ভয়'
নমো নমঃ রাম-খুঁটি!
তুমি গাদিয়া বসেছ আমাদের বুকে, সাধ্য নাই যে উঠি॥
তুমি নির্বিকার হে পরম পুরুষ
আপনাতে আছ আপনি বেহুঁশ,
তব বাঁধন ছিঁড়িতে বৃথা টানটানি এই বৃথা মাথা কুটাকুটি॥
এই আইন কানুন আচার বিচার
বিধি ও নিষেধ স্ত্রীপরিবার
(বাংলায় যাকে বলে Wife)
শত নামে তুমি জগৎ মাঝার চাপিয়া আছ যে টুটি॥
কত রূপে তব লীরার প্রকাশ (রাম খুঁটো হে!)
কভু হও খুঁটো কভু হও বাঁশ,
কভু হাঁড়ি-কাঠ কভু ঘানি-গাছ ঘোরাও ধরিয়া ঝুঁটি॥
কখনো পাঁচনী-রুপে পিঠে পড় (ওরে বাবারে)
কখনো কঞ্চি, বাঁশ চেয়ে দড়
কভু গুঁতো কভু লাঠি (ওরে বাবারে)।
ঠুঁটো ত্রিভঙ্গ হে প্রভু, তোমার এই ভয়ে মোরা গুটিসুটি॥