বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: নূপুর মধুর রুনুঝুনু বোলে।

রাগ: খাম্বাজ, তাল: ত্রিতাল

নূপুর মধুর রুনুঝুনু বোলে।
মন-গোকুলে রুনুঝুনু বোলে॥
      কূলের বাঁধন টুটে,
      যমুনা উথলি’ ওঠে,
পুলকে কদম ফোটে পেখম খোলে
            শিখী পেখম খোলে॥
      ব্রজনারী কুল ভুলে’
      লুটায় সে পদমূলে
চোখে জল, বুকে প্রেম ─ তরঙ্গ দোলে॥
      শ্রীমতী রাধারই সাথে
      বিশ্ব ছুটেছে পথে,
হরি হরি ব’লে মাতে ত্রিভুবন ভোলে।
                    নামে ত্রিভুবন ভোলে॥