বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: তুমি আমার চোখের বালি, ওগো বনমালি
তুমি আমার চোখের বালি, ওগো বনমালি।
আমার চোখে পড়ল কখন, তোমার রূপের কালি॥
(চোখ) চাইলে ও-রূপ সইতে নারি
নয়ন মুদেও রইতে নারি,
তোমার লীলা, প্রিয়জনে কাঁদাও খালি॥
কাঁদিয়ে আমায় করলে কানা, কানাই একি লীলা,
এবার ম’রে আর জনমে যেন হই কুটিলা।
তোমার নয়ন-মণি রাইকে নিয়ে
রাখব ঘরে দুয়ার দিয়ে
চোখে চোখে সেদিন যেন হয় মিতালি॥