সিন্ধু, সিন্ধু, সিন্ধু, ওরে উথলিয়া ওঠে প্রাণ।
মা, বাবা বলে ডাকবি না আর করবি না অভিমান॥
পিপাসা বারি আনিবারে এসে,
প্রাণ দিলি বাপ্ তুই অবশেষে,
মৃগসম মলি, পরাণ ইন্দু, বুকে বিঁধে ভেদি বাণ॥
সিন্ধুর শোকে মোরা দুইজনে,
মরিব এখানে ইচ্ছা মরণে,
মরিব মরিব পুত্রের শোকে, ত্যাজিব এখনি প্রাণ॥
রাজা দশরথ সাজাও চিতা
তিন শব তুলে দাও তুমি সেথা,
রাজা দশরথ, দিনু অভিশাপ,পাবে নাকো তুমি ত্রাণ॥
রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)।
বরধ্মান জেলার
চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
গ্রন্থ:
১. লেটো গান। পালা: সিন্ধু বধ'।
২. নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৬৩৫। লেটো গান : 'সিন্ধু বধ'। পৃষ্ঠা: ৮০৭]