বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: শীতের হাওয়া বয় রে ভাই উদাস হাওয়া বয়

       গীতি-আলেখ্য: 'জীবন-স্রোত'

শীতের হাওয়া বয় রে ভাই উদাস হাওয়া বয়।
ঘরের পানে ফিরতে রে ভাই মন যে উতল হয়॥
            বেলা শেষে বাঁশির তান
            নেয় যে কেড়ে বিরহী-প্রাণ
থেকো না আর মান করে রাই বাঁশির সুরে কয়।
সেই সুরে মন করে কেমন পরান পাগল হয়॥
            ঐ কালো অঙ্গ রাঙা হবে
মোদের রঙের পিচকারিতে।
এসো এ শ্যাম নাইবে যদি
গুলাল-ফাগের রং-ঝারিতে॥
আজ ফাগুনের আগুন সাথে
প্রেম-আগুনে পরান মাতে,
তোমার সেই প্রেমেরই রাঙা রঙে
এসেছি শ্যাম রাঙিয়ে দিতে॥