বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: জল ফেলে জল আনতে গেলি
জল ফেলে জল আনতে গেলি, ওলো কুলের রাধা।
ছল করে তুই নামলি ঘাটে ভাঙতে কুলের বাধা॥
কদমতলায় রাখাল চেলে বাজায় বসে বাঁশি,
তাই শুনে তুই আসলি ছুটে ওলো সর্বনাশী।
ঘরের বাঁধন সইল না তোর, রইলি না তাই বাঁধা॥
জটিলা শাশুড়ি রে তোর কুটিলা ননদী,
শাস্তি তোরেদেবে কঠিন, জানতে পারে যদি।
নন্দের নন্দন ওকালা, মানে নাকো মানা,
কত বধূর কুল ভাঙালো নেই কো যে অজানা।
ঐ বাঁশির সুরে যাদু আছে, শেষে সার হবে তোর কাঁদা॥