বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:বল কতদূর! আর কতদূর!!

বল কতদূর! আর কতদূর!! কবে হবে পথ অবসান।
তোমারি কণ্ঠে শুনিব হে স্বামী, কবে তব প্রিয় আহ্বান॥
শ্রান্ত মনের বেদনার ভার, ক্লান্ত তনু বহে না যে আর,
দিন শেষে আজ তোমার চরণে, দাও মোরে, প্রিয়, স্থান॥
রহিতে যে নারি ধৈরজ ধরি, যাচি হে তোমার দেখা।
পথের বেদন সহিতে যে নারি, পথের মাঝারে একা।
শুনেছি তোমার বাঁশরির সুর, কোন্ সে অতীতে দূর বহুদূর
তব বাঁশরির সুরে সঙ্গীত ঢালি (আজি) শোনাও সে প্রেম-গান॥