বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: রাস-মঞ্চোপরি দোলে মুরলীধারী
    রাগ : কানাড়া মিশ্র, তাল : কাহার্‌বা
রাস-মঞ্চোপরি দোলে মুরলীধারী নটবর সুন্দর শ্যাম।
নবঘন শ্যামল লাবনি ঢলঢল অবনী টলমল টলে অবিরাম॥
দোলে যমুনা-জল রাধা গোপিনী-দল, কদম-তমাল তরু দোলে,
নাচে ধেনু বেণু-রবে ময়ূর-ময়ূরী সবে দোলে হলধর বলরাম।
দোলে চরাচর ব্রহ্মা বিষ্ণু হর সুর অসুর নর দোলে,
প্রেম-প্রীতি স্নেহ হৃদি প্রাণ দেহ মন গৃহ প্রান্তর দোলে,
প্রেম-বিগলিতা বিশাখা ললিতা দোলে শ্রীদাম সুদাম॥