বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: হে ইন্দ্রাণী! এলে কার তরে
রাগ: হাম্বীর, তাল: ত্রিতাল
হে ইন্দ্রাণী! এলে কার তরে
লয়ে করে সুধাপাত্রখানি॥
রোদন সায়রে তুমি ইন্দ্রধনু
এলে অশ্রুর বরষার পুষ্পতনু
জাননা কি অনুরাগে
জীবন-দেবতা জাগে
ধরিবে বলিয়া তব পদ্মপাণি॥
সুরলোক সাধিকা যে তুমি অমরার
এলে বুঝি কার তরে ব্যথার পাথার।
অশ্রুত অশ্রুর নীরবতা কর দূর
কূলে কূলে হাসির তরঙ্গ হান॥