বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ও তুই কারে দেখে ঘোমটা দিলি

            
ও তুই কারে দেখে ঘোমটা দিলি নতুন বউ বল্ গো-
তুই উঠলি রেঙে' যেন পাকা কা,রাঙ্গার ফল গো॥
তোর মন আইঢাই কি দেখে কে জানে
তুই চুন বলে দিস হলুদ বাটা পানে
তুই লাল নটে শাক ভেবে কুটিস শাড়ির আঁচল গো॥
তুই এ-ঘর যেতে ও-ঘরে যাস পায়ে বাধে পা
বউ তোর রঙ্গ দেখে হাসছে ননদ-জা।
তুই দিন থাকিতে পিদিম জ্বালিস ঘরে
ওলো রাত আসিবে আরো অনেক পরে
কেন ভাতের হাঁড়ি মনে ক'রে উনুনে দিস জল গো॥