বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ওকে নাচের ঠমকে দাঁড়ালো থম্‌কে
             তাল: দ্রুত-দাদরা       
     

ওকে নাচের ঠমকে দাঁড়ালো থম্‌কে সহসা চম্‌কে পথে
যেন তার নাম ধ'রে ডাকিল কে বাঁশের বাঁশিতে
মাঠের ওপার হতে॥
তার হঠাৎ থেমে যাওয়া দেহ দোদুল
নাচের তালে যেন ছন্দের ভুল
সে রহে চাহি, অনিমেষে পটে আঁকা ছবিতুল
গেছে হারায়ে সে যেন কোন্ জগতে॥
তার ঘুম জড়িত চোখে জাগালো কী নূতন ঘোর
অকরূণ বাঁশির কিশোর;
উদাসী মূরতি প্রভাতী রাগিনী কাননে যেন
এলো নামিয়া অরুণ-কিরণ রথে॥