বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: আমার ঘরের মলিন দীপালোকে

        তাল: কাহার্‌বা

আমার ঘরের মলিন দীপালোকে
জল দেখেছি যেন তোমার চোখে॥
       বল পথিক বল বল
       কেন নয়ন ছল ছল
কেন শিশির টলমল কমল-কোরকে॥
তোমার হাসির তড়িৎ আলোকে
মেঘ দেখেছি তব মানস-লোকে।
     চাঁদনি রাতে আনো কেন
    পুবের হাওয়ার কাঁদন হেন?
ধূলি ঝড়ে ঢাকল যেন ফুলেল বসন্তকে॥