বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ঝুমুর নাচে ডুমুর গাছে ঘুঙুর বেঁধে গায়

                      তাল : দ্রুত-দাদ্‌রা

দ্বৈত     :    ঝুমুর নাচে ডুমুর গাছে ঘুঙুর বেঁধে গায় (লো)।
               নাচব দুজন মাদল, বাঁশি, নূপুর নিয়ে আয় (লো)॥
স্ত্রী       :    আর জনমে চোরকাঁটা তুই ছিলি (রে)
               এই জনমে আঁচল ছিঁড়ে হৃদয়ে বিধিলি।
পুরুষ   :    চোরকাঁটা নয় ছিলাম পানের খিলি লো
               গয়না ছিলাম গায় (লো)॥
স্ত্রী       :    ঝিলমিলিয়ে ঝিলের জল নাচায় শালুক ফুল
পুরুষ   :    শালুক যেন মুখখানি তোর লো ঝিলের ঢেউ যেন এলোচুল।
স্ত্রী       :    কুহু কুহু ডেকে কোকিল কাহার কথা কহে
পুরুষ   :    সেই কথা কয় কোয়েলা আর জনমে করেছি যা তোরই বিরহে।
দ্বৈত     :    সে জনমের দু'টি হৃদয় এ জনমে হায়
               এক হতে যে চায় লো এক হতে যে চায়॥