বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম :
আল্লার নাম জপিও ভাই দিবসে ও রেতে
            আল্লার নাম জপিও ভাই দিবসে ও রেতে
            সকল কাজের মাঝে রে ভাই তাঁহার রহম পেতে
কোরাস:  আল্লাহ্, আল্লাহ্, আল্লাহ্, আল্লাহ্, আল্লাহ্॥
             হাত করবে কাজ রে ভাই মন জপবে নাম
       ঐ   নাম জপ্‌তে লাগে না ভাই টাকা কড়ি দাম,
            নাম জপো ভাই মাঠে ঘাটে হাটের পথে যেতে।
কোরাস:  আল্লাহ্, আল্লাহ্, আল্লাহ্, আল্লাহ্, আল্লাহ্॥
        ঐ  আল্লার নাম যদি রে ভাই তুমি থাকো ধ'রে
        ঐ  নামও তোমায় থাকবে ধ'রে দুঃখ বিপদ ঝড়ে,
        ঐ  নামেরে সঙ্গী করো নাইতে শুতে খেতে।
কোরাস:  আল্লাহ্, আল্লাহ্, আল্লাহ্, আল্লাহ্,আল্লাহ্॥
            তোমার দেহ মন হবে রে ভাই নূরেতে রওশন
            তখন আমির ফকির চাইবে সবাই তোমার দরশন
            মাতোয়ারা হও যিকির করো খোদার প্রেমে মেতে।
কোরাস:  আল্লাহ্, আল্লাহ্, আল্লাহ্, আল্লাহ্, আল্লাহ্॥