বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: তুমি লহ প্রভু আমার সংসারেরি ভার

                        তাল: কাহার্‌বা

        তুমি লহ প্রভু আমার সংসারেরি ভার লহ সংসারেরি ভার
        আজকে অতি ক্লান্ত আমি বইতে নারি আর
                                            এ ভার বইতে নারি আর॥
                        সংসারেরি তরে খেটে
                        জনম আমার গেল কেটে
(ওরে) তবু অভাব ঘুচল না (আমার) হায় খাটাই হল সার॥
         বিফল যখন হলাম পেতে সবার কাছে হাত
         তখন তোমায় পড়ল মনে হে অনাথের নাথ।
                        অভাবকে আর করি না ভয়
                        তোমার ভাবে মগ্ন হৃদয়
         তোমায় ফিরিয়ে দিলাম হে মায়াময় তোমারি সংসার॥