বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ঘুমায়েছে ফুল পথের ধূলায়, (ওগো) জাগিয়ো না
                 রাগ: দেশ, তাল: কাহার্‌বা
ঘুমায়েছে ফুল পথের ধূলায়, (ওগো) জাগিয়ো না উহারে ঘুমাইতে দাও।
বনের পাখি ধীরে গাহ গান, দখিনা হাওয়া ধীরে ধীরে বয়ে যাও॥
                এখনো শুকায়নি চোখে তার জল,
                এখনো অধরে হাসি ছলছল্;
প্রভাত-রবি শুকায়ো না তায়, ধীর কিরণে তাহারি নয়নে চাও॥
                সামলে পথিক ফেলিও চরণ —
                ঝরেছে হেথায় ফুলের জীবন;
ভুলিয়া দ'লো না ঝরা পাতাগুলি — ফুল-সামাধি থাকিতে পারে হেথাও॥