বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: খোদার প্রেমের শরাব পিয়ে বেহুঁশ হয়ে রই প'ড়ে
    
  রাগ: মাঢ় মিশ্র, তাল: কাহারবা

খোদার প্রেমের শরাব পিয়ে বেহুঁশ হয়ে রই প'ড়ে
ছেড়ে' মস্‌জিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধ'রে (হায়)॥
দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদ্‌লাতে
চাইনে বেহেশ্‌ত্ খোদার কাছে নিত্য মোনাজাত ক'রে॥
কায়েস যেমন লাইলী লাগি' লভিল মজনু খেতাব
যেমন ফরহাদ শিরির প্রেমে হ'ল দিওয়ানা বেতাব।
বে-খুদীতে মশ্‌গুল্ আমি তেমনি মোর খোদার তরে॥