বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বনে মোর ফুটেছে হেনা চামেলি যৃথী বেলি
 
     রাগ: জংলা, তাল: দ্রত-দাদ্‌রা

বনে মোর ফুটেছে হেনা চামেলি যৃথী বেলি।
এসো এসো কুসুম সুকুমার শীতের মায়া-কুহেলি অবহেলি' ॥
পরানে দেয় দোলা দেয় দোলা দুল্ দোলায়
(পরানে দেয় দোলা দেয় দোলা দেয় দোলন্)
                            উতলা দখিন হাওয়া
কোকিল কুহরে কুহু কুহু স্বরে মদির স্বপন-ছাওয়া।
হাসে গীত-চঞ্চল, জোছনা-উজল মাধবী রাতি
                        এসো এসো যৌবন সাথি
ফুল-কিশোর, হে চিতচোর, দেবতা মোর।
                        মম লাজ অবগুণ্ঠন ঠেলি' ॥