বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কেন ফোটে কেন কুসুম ঝ'রে যায় 
      রাগ: পিলু-বারোয়ঁ, তাল: কাহারবা
কেন ফোটে কেন কুসুম ঝ'রে যায় !
মুখের হাসি চোখের জলে ম'রে যায়, হায়॥
নিশীথে যে কাঁদিল প্রিয় ব'লে
হায় নিশি-ভোরে সে কেন হায় স'রে যায়॥
হায় আজ যাহার প্রেম করে গো রাজাধিরাজ
কাল্‌ কেন সে চির-কাঙাল ক'রে যায়॥
মান-অভিমান খেলার ছলে
ফেরে না আর যে যায় চ'লে
মিলন-মালা মলিন ধূলায় ভ'রে যায়॥