বিষয়: নজরুল সঙ্গীত (বিতর্কিত)
শিরোনাম :
চরণে দলিয়া গিয়াছে চলিয়া

চরণে দলিয়া গিয়াছে চলিয়া
                        তবু কেন তারে ভালোবাসি।
বলিতে পারি না বোঝাতে পারি না
                        আঁখি-জলে যায় বুক ভাসি’॥
কেন সে বিরাজে      হৃদয়েরি মাঝে
তার স্বর যেন         সদা প্রাণে বাজে
কি বাঁধনে মোরে     বেঁধেছে বল সে
                        দিয়ে গেছে গলে প্রেম-ফাঁসি॥

কিন্তু কবি নজরুল ইনস্টিটিউট থেকে প্রকাশিত 'নজরুল সঙ্গীত সংগ্রহ' ৯৩১ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। পরে সুধীন দাশ-কৃত স্বরলিপি নজরুল সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড-[নজরুল ইন্সটিটিউট, ঢাকা।  আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬]-এ ১৪ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]