গীতালি
এটি একটি
রবীন্দ্রনাথের সঙ্গীত-সংকলন। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩২১ বঙ্গাব্দে।
গ্রন্থটি প্রকাশিত হয়েছিল ইন্ডিয়ান প্রেস থেকে।
নমুনা:
প্রথম সংস্করণ
(১৩২১)
এই সংকলনে মোট গান ছিল গ্রন্থটিতে মোট ১০৭টি
গান স্থান পেয়েছে। বর্তমানে রবীন্দ্ররচনাবলীর একাদশ খণ্ডে স্থান পেয়েছে।
রবীন্দ্ররচনবলী'র
একাদশ খণ্ডে গীতালি'র
শেষে সংযোজন অংশ আছে গীতাঞ্জলি,
গীতিমাল্য,
গীতালি'র
পাণ্ডুলিপি-পুস্তকের আরো কিছু গান সংযোজিত হয়েছে। এই সংযোজিত গানের সংখ্যা
মোট-১১টি।