ভাষাংশ
রবীন্দ্রনাথ ঠাকুর -এর রচনাবলী
রচনাবলী সূচি

মহুয়া
 


 

         বরযাত্রা
পবন দিগন্তের দুয়ার নাড়ে
চকিত অরণ্যের সুপ্তি কাড়ে ।
    যেন কোন্‌ দুর্দম
    বিপুল বিহঙ্গম
গগনে মুহুর্মুহু পক্ষ ছাড়ে ।

পথপাশে মল্লিকা দাঁড়ালো আসি,
বাতাসে সুগন্ধের বাজালো বাঁশি ।
     ধরার স্বয়ম্বরে
     উদার আড়ম্বরে
আসে বর অম্বরে ছড়ায়ে হাসি ।
 

অশোক রোমাঞ্চিত মঞ্জরিয়া
দিল তার সঞ্চয় অঞ্জলিয়া ।
     মধুকরগুঞ্জিত
     কিশলয়পুঞ্জিত
উঠিল বনাঞ্চল চঞ্চলিয়া ।

কিংশুককুঙ্কুমে বসিল সেজে,
ধরণীর কিঙ্কিণী উঠিল বেজে ।
    ইঙ্গিতে সংগীতে
    নৃত্যের ভঙ্গিতে
নিখিল তরঙ্গিত উৎসবে যে ।
 

   [ শান্তিনিকেতন ]
  দোলপূর্ণিমা [২২ ফাল্গুন] ১৩৩৪