ভাষাংশ
রবীন্দ্রনাথ ঠাকুর -এর রচনাবলী
রচনাবলী সূচি

মহুয়া
 


 

           নির্ঝরিণী
ঝর্‌না, তোমার স্ফটিকজলের
          স্বচ্ছ ধারা,
তাহারি মাঝারে দেখে আপনারে
          সূর্য তারা।
তারি এক ধারে আমার ছায়ারে
আনি মাঝে মাঝে, দুলায়ো তাহারে,
তারি সাথে তুমি হাসিয়া মিলায়ো
          কলধ্বনি —
দিয়ো তারে বাণী যে বাণী তোমার
          চিরন্তনী।

আমার ছায়াতে তোমার হাসিতে
        মিলিত ছবি,
তাই নিয়ে আজি পরানে আমার
       মেতেছে কবি।
পদে পদে তব আলোর ঝলকে
ভাষা আনে প্রাণে পলকে পলকে,
মোর বাণীরূপ দেখিলাম আজি
        নির্ঝরিণী।
তোমার প্রবাহে মনেরে জাগায়,
        নিজেরে চিনি।

     [বাঙ্গালোর
    আষাঢ় ১৩৩৫]