গীতবিতানের পূজা পর্যায়ের অন্তর্গত 'শেষ' উপবিভাগ
[গীতবিতানের পূজা পর্যায়ের উপবিভাগ পরিচিতি]


এই উপবিভাগের গানের সংখ্যা ৩৪টি। গীতবিতানের ৫৮৪ থেকে ৬১৭ সংখ্যক গান এই বিভাগের অন্তর্ভুক্ত। এই বিভাগের গানগুলোর তালিকা নিচে দেওয়া হলো।

এই উপবিভাগের গানের তালিকা
১. যা পেয়েছি প্রথম দিনে [পূজা-৫৮৪] [তথ্য]
২. জয় জয় পরমা নিষ্কৃতি হে [পূজা-৫৮৫] [তথ্য]
৩. আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে [পূজা-৫৮৬] [তথ্য]
৪. মরণের মুখে রেখে দূরে যাও দূরে [পূজা-৫৮৭] [তথ্য]
৫. রজনীর শেষ তারা [পূজা-৫৮৮] [তথ্য]
৬. কোন্ খেলা যে খেলব কখন্ [পূজা-৫৮৯] [তথ্য]
৭. অচেনাকে ভয় কী আমার ওরে [পূজা-৫৯০] [তথ্য]
৮.আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে [পূজা-৫৯১] [তথ্য]
৯. পুষ্প দিয়ে মারো যারে [পূজা-৫৯২] [তথ্য]
১০. মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই [পূজা-৫৯৩] [তথ্য]
১১. জানি গো, দিন যাবে এ দিন যাবে [পূজা-৫৯৪] [তথ্য]
১২. অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায় [পূজা-৫৯৫] [তথ্য]
১৩. তোমার অসীমে প্রাণমন লয়ে [পূজা-৫৯৬] [তথ্য]
১৪. আমি আছি তোমার সভার দুয়ার-দেশ [পূজা-৫৯৭] [তথ্য]
১৫. পেয়েছি ছুটি, বিদায় দেহো ভাই [পূজা-৫৯৮] [তথ্য]
১৬. আমার যাবার বেলাতে [পূজা-৫৯৯] [তথ্য]
১৭. আঁধার এলে বলে [পূজা-৬০০] [তথ্য]
১৮. দিন যদি হল অবসান [পূজা-৬০১] [তথ্য]
১৯. তোমার হাতের অরুণলেখা [পূজা-৬০২] [তথ্য]
২০. দিনের বেলায় বাঁশি তোমার [পূজা-৬০৩] [তথ্য]
২১. মধুর তোমার শেষ যে না পাই [পূজা-৬০৪] [তথ্য]
২২. দিন অবসান হল [পূজা-৬০৫] [তথ্য]
২৩. শেষ নাহি যে, শেষ কথা কে বলবে [পূজা-৬০৬] [তথ্য]
২৪. রূপসাগরে ডুব দিয়েছি [পূজা-৬০৭] [তথ্য]
২৫. কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয় [পূজা-৬০৮] [তথ্য]
২৬. জয় ভৈরব, জয় শঙ্কর [পূজা-৬০৯] [তথ্য]
২৭. আগুনে হল আগুনময় [পূজা-৬১০] [তথ্য]
২৮. ওরে, আগুন আমার ভাই [পূজা-৬১১] [তথ্য]
২৯. দুঃখ যে তোর নয় রে চিরন্তন [পূজা-৬১২] [তথ্য]
৩০. মরণসাগরপারে তোমরা অমর [পূজা-৬১৩] [তথ্য]
৩১. যেতে যদি হয় হবে [পূজা-৬১৪] [তথ্য]
৩২. পথের শেষ কোথায় [পূজা-৬১৫] [তথ্য]
৩৩. যাত্রাবেলায় রুদ্র রবে [পূজা-৬১৬] [তথ্য]
৩৪. আজকে মোরে বোলো না কাজ করতে [পূজা-৬১৭] তথ্য]