শৈশব সঙ্গীত

গ্রন্থপরিচয়

 

ভূমিকা | উপহার
ফুলবালা | অতীত ও ভবিষ্যৎ | দিকবালা | প্রতিশোধ | ছিন্ন লতিকা | ভারতীবন্দনা | লীলা | ফুলের ধ্যান | অপ্সরাপ্রেম | প্রভাতী | কামিনী ফুল | লাজময়ী | প্রেমমরীচিকা | গোলাপবালা | হরহৃদে কালিকা | ভগ্নতরী | পথিক |


গ্রন্থপরিচয়

শৈশব সঙ্গীত

বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী অচলিত সংগ্রহ প্রথম খণ্ডের (মাঘ ১৩৯২) গ্রন্থ পরিচয় অংশে লিখিত এই গ্রন্থ সম্পর্কিত পাঠ।

 

    এই কবিতাসংগ্রহ পুস্তকটি ১২৯১ সালে [২৯ মে ১৮৮৪] প্রকাশিত হয়। পৃষ্ঠা সংখ্যা ১৪৯। ইহা পুনর্‌মুদ্রিত হয় নাই।
    "শৈশবসঙ্গীতে"র নিম্নলিখিত কবিতাগুলি 'ভারতী'তে এই ভাবে প্রকাশিত হইয়াছিল
 

ফুলবালা কার্তিক ১২৮৫ কামিনী ফুল ভাদ্র ১২৮৭
দিকবালা  আষাঢ় ১২৮৫ প্রেমমরীচিকা ফাল্গুন ১২৮৬
প্রতিশোধ শ্রাবণ ১২৮৫ গোলাপবালা অগ্রহায়ণ ১২৮৭
ছিন্ন লতিকা অগ্রহায়ণ ১২৮৪ হরহৃদে কালিকা আশ্বিন ১২৮৭
ভারতী-বন্দনা মাঘ ১২৮৪ ভগ্নতরী আষাঢ় ১২৮৬
লীলা আশ্বিন ১২৮৫ পথিক পৌষ ১২৮৭
অপ্সরা-প্রেম ফাল্গুন ১২৮৫    

                          
অতীত ও ভবিষ্যৎ, ফুলের ধ্যান, প্রভাতী, লাজময়ী
এই চারিটি কবিতা একেবারেই বর্তমান কাব্যগ্রন্থে সংকলিত। তন্মধ্যে শেষোক্ত কবিতা, অবশ্য, ইতঃপূর্বে ভগ্নহৃদয়ের সপ্তম সর্গে সূচনাতেই (দ্রষ্টব্য পৃ. ১৮১-৮২) অনিলের গান-রূপে ব্যবহার করা হইয়াছিল। উভয়ে সামান্য পাঠভেদ আছে (উভয়ত্র পঞ্চম ছত্র দ্রষ্টব্য) 'লাজময়ী' অভিনব পাঠ হিসাবেই পুনর্‌মূদ্রিত। লক্ষ্য করিবার বিষয় যে, কাব্য গ্রন্থাবলীতে (১৩০৩। পৃ. ৮) পুনশ্চ ইহার পরিবর্তন ও ২ ছত্র বর্জন করা হয়।