বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
কী
বেদনা মোর জানো সে কি তুমি জানো
পাঠ ও পাঠভেদ
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর
কী
বেদনা মোর জানো সে কি তুমি জানো
ওগো মিতা মোর, অনেক দূরের মিতা।
আজি এ নিবিড়তিমির যামিনী বিদ্যুতসচকিতা॥
বাদল-বাতাস ব্যেপে হৃদয় উঠিছে কেঁপে
ওগো সে কি তুমি জানো।
উৎসুক এই দুখজাগরণ এ কি হবে হায় বৃথা॥
ওগো মিতা, মোর অনেক দূরের মিতা,
আমার ভবনদ্বারে রোপণ করিলে যারে
সজল হাওয়ার করুণ পরশে সে মালতী বিকশিতা।
ওগো সে কি তুমি জানো।
তুমি যার সুর দিয়েছিলে বাঁধি
মোর
কোলে আজ উঠিছে সে কাঁদি ওগো সে কি জানো-
সেই –যে তোমার বীণা সে কি বিস্মৃতি॥
-
পাণ্ডুলিপির পাঠ
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপি:
-
স্বরলিপিকার:
-
সুর ও তাল:
- রাগ : ভাটিয়ার (তীব্র মধ্যম ছাড়া)।
[রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮২]
-
রাগ: সোহিনী। তাল: দাদরা।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৫]
-
রাগ: সোহিনী। তাল: দাদরা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮১।]