হরপার্বতী
(নাটক)
রচনা: শচীন সেনগুপ্ত
 


১৩৩৯ বঙ্গাব্দে (১৯৩২ খ্রিষ্টাব্দ) শচীন সেনগুপ্ত রচিত 'হরপার্বতীৱ নামক নাটক প্রকাশিত হয়। প্রকাশক ছিল- গুরুদাস চট্টোপাধ্যায় এন্ড সন্সের পক্ষে ভারতবর্ষ প্রিন্টিং ওয়ার্কস্ থেকে শ্রীগোবিন্দ ভট্টাচার্য্য্ কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত হয়েছিল। ঠিকানা:  ২০৩/১/১. কর্ণওয়ালিস স্ট্রিট, কলকাতা। গ্রন্থটি উৎসর্গ করা হয়েছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র-কে। মূল্য ছিল পাঁচসিকা।

নাটকের শেষে প্রথম অভিনয় প্রসঙ্গে উল্লেখ ছিল 'প্রথম অভিনয় রজনী মিনার্ভা থিয়েটার/২৪শে আগষ্ট, ১৯৪০'। বঙ্গাব্দের হিসেবে দাঁড়ায়- শনিবার ৮ ভাদ্র ১৩৪৭। প্রথম রজনীতে অভিনীত এই নাটকের যে পরিচয়পত্র এই গ্রন্থের সাথে মুদ্রিত হয়েছিল, তা হলো-

প্রথম রজনীর অভিনয়ে যাঁরা ছিলেন, তাঁরা হলেন-


এই নাটকে ব্যবহৃত গানগুলোর বাণী ও সুর রচনা করেছিলেন কাজী নজরুল ইসলাম। এই গানগুলো হলো-

  1. আমি চাই পৃথিবীর ফুল [তথ্য]
  2. আয় আয় যুবতী তন্বী [তথ্য]
  3. এসো এসো বন ঝরনা [তথ্য]
  4. চল জয়যাত্রায় চল বাসন্তী-বাহিনী [তথ্য]
  5. জয় হর-পার্বতী জয় শক্তি [তথ্য]
  6. তোর জননীরে কাঁদাতে [তথ্য]
  7. দু'হাতে ফুল ছড়ায়ে [তথ্য]
  8. পুষ্পিত মোর তনুর কাননে [তথ্য]
  9. ভুবনে কামনার আগুন লাগাব [তথ্য]
  10. শঙ্কর সাজিল প্রলঙ্কর সাজে [তথ্য]
  11. শূন্য বুকে ফিরে আয় ফিরে আয় উমা [তথ্য]

১৯৪৯ খ্রিষ্টাব্দের ৮ নভেম্বর কলকাতা বেতারকেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল। বেতার জগৎ-এর ১১ বর্ষ ২১  সংখ্যায় 'আমাদের কথা' বিভাগে এই অনুষ্ঠান প্রসঙ্গে লেখা হয়েছিল-

"হরপার্ব্বতী"
সুবিখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত মহাশয়ের প্রথম পৌরাণিক নাটক "হরপার্ব্বতী" এ, আই, আর প্লেয়ার্স অভিনয় করবেন ৮ই নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬.৪০ মিনিটে। শচীন্দ্র নাথের ভাষা, নজরুল ইসলামের রচিত সঙ্গীত ও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র প্রমুখ অভিনেতৃবৃন্দের সমন্বয়ে "হরপার্ব্বতীর" অভিনয় সর্ব্বাঙ্গসুন্দর হ'বে ব'লে আমাদের দৃঢ়বিশ্বাস।'

এই পত্রিকার ১১৬০ পৃষ্ঠায় মুদ্রিত অনুষ্ঠান সূচী থেকে সম্প্রচারিত এই নাটক সম্পর্কে যা জানা যায়, তা হলো-

প্রচার কেন্দ্র: কলিকাতা কেন্দ্র
তারিখ ও সময়: শুক্রবার, ৮ নভেম্বর ১৯৪১। ২২ কার্তিক ১৩৪৭। সান্ধ্য অনুষ্ঠান। ৬.৪০-৮.৩৯।
প্রচারিত নাটক: হর-পারব্বতী (ধর্ম্মমূলক নাটক)
রচনা: শচীন্দ্রনাথ সেনগুপ্ত
অভিনয়াংশে: বেতারে নিজস্ব শিল্পী

সূত্র: বেতার জগৎ। বেতার জগৎ-এর ১১ বর্ষ ২১  সংখ্যা। পৃষ্ঠা: ১১২৩ ও ১১৬০