রক্তকমল
শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত নাটক।

কলকাতার মনোমোহন থিয়েটারে এই নাটকটি প্রথম মঞ্চস্থ হয়েছিল ১৯২৯ খ্রিষ্টাব্দের ২রা জুন। চরিত্রাভিনয়ে ছিলেন, নির্মেলন্দু লাহিড়ী, বিশ্বনাথ ভাদুড়ী, সরযুবালা, শেফালিকা, ইন্দুবালা প্রমুখ। এই নাটকের গীতিকার ছিলেন নজরুল ইসলাম। ১৩৩৬ বঙ্গাব্দের আষাঢ় মাসে প্রকাশিত এই নাটকটি প্রকাশিত হয়েছিল। নাট্যকার নজরুলকে এই নাটকটি উৎসর্গ করেছিলেন।

নতুন ও পুরাতন মিলিয়ে ৯টি নজরুল রচিত গান এই নাটকে ব্যবহার করা হয়েছিল। এর ভিতরে পুরানো গান ছিল ২টি। এই গান দুটি হলো- 'আসে বসন্ত ফুলবনে' ও 'কেমনে রাখি আঁখি-বারি চাপিয়া'। বাকি ৭টি নতুন গান তিনি এই নাটকের জন্যই রচনা করেছিলেন।

এই নাটকে অন্তর্ভুক্ত নজরুলের গানগুলো ছিল-