ঠাকুরমা'র ঝুলি

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
 


আম সন্দেশ
 

 

সোনা ঘুমাল
 

খোকন্‌ সোনা    চাঁদের কোণা,-
                  খোকার মাসি এল দেশে’

আকাশের চাঁদ   পাতালের চাঁদ

          ধরে এনেছে....ছে!-

জ্যোচ্ছনা জ্যোচ্ছনা,      ফটিক ফুটেছে!

          দেখি চাঁদ দেখি চাঁদ

           কোন্‌ দেশের ফল?-

দুই পাড়েতে     ফেটে’ পড়ে

          রূপ ঝল মল্‌।

দুই পাড়ে রে     রূপের সাগর,

          গোলায় আছে ধান্‌,-

মায়ের কোলে    শোন্‌ রে যাদু

          ঘুম পাড়ানি গান।

শুনে’ শুনে’       খোকন-মণির

          দু-পু-র রাত,-

কেঁদে যে চাঁদ    ফিরে’ গেল,

          কেউ দিল না ডাক।

কেউ দিল না ডাক রে- খোকন ঘুমিয়ে পড়েছে,

   খেয়ে খোকন আম-সন্দেশ ধূলায় লুটেছে!

     ধূলার বড় ভাগ্যি, খোকন গায়ে মেখেছে!

        খোকার মা লো খোকার মা!

          তোর সোনা ঘুমা’ল-

       আঁচল পেতে তুলে নে’ যা-

           পাড়া জুড়া’ল।

            ও-মা লো মা!

এমনি দস্যি ছেলে-তা’র ঘুম আসে না!!


শেষ
এক যে রাজা খেতেন খাজা
তাঁর যে রাণী খেতেন ফেণী
তাঁর যে নফর সে যায় সফর
রাজার পুত্র মুরলী
সকল কথা ফুরলি

ফুরাল
আমার কথাটি ফুরা'ল
নটে গাছট মুড়াল
"কেন রে নটে' মুড়ালি?"
"গরুতে কেন খায়"
"কেন রে গরু খাস?"
"রাখাল কেন চরায় না"
"কেন রে রাখাল চরাস না?"
"বৌ কেন ভাত দেয় না"
"কেন লো বৌ ভাত দিস না?"
"কলাগাছ কেন পাত ফেলে না"
"কেন রে কলাগাছ পাত ফেলিস না?"
"জল কেন হয় না"
"কেন রে জল হস্ না?"
"ব্যাঙ কেন ডাকে না"
"কেন রে ব্যাঙ ডাকিস না?"
"সাপে কেন খায়"
"কেন রে সাপ খা'স?"
"খাবার ধন খা'ব নি? গুড়্ গুড়ুতে যা'ব নি?