বিষয়: শাহ আব্দুল
করিম-এর
গান
গান সংখ্যা: ১
শিরোনাম:
মন যাইবারে ছাড়িয়া
পাঠ ও পাঠভেদ:
বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ীর ফুলের গন্ধ
আমার বাড়ী আসে
বন্ধুর বাড়ীর ফুল বাগানে নানান বর্নের ফুল
ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমরা আকুল
বন্ধুর বাড়ীর ফুলের টঙ্গী বাড়ীর পূর্বধারে
সেথায় বসে বাজায় বাঁশী মন নিল তার সুরে
মন নিল তার বাঁশীর গানে রূপে নিল আঁখি
তাইতো পাগল আবদুল করিম আশায় চেয়ে থাকি