বিষয় : কুটি
মনসুরের গান
গান সংখ্যা : ১
শিরোনাম: সাবধানে চালাও তরী বাইয়া
পাঠ ও পাঠভেদ:
সাবধানে চালাও তরী বাইয়া
সুজন নাইয়া
অকুল নদী ভয়ঙ্কর সময় থাকতে পাড়ি ধর
ঘূর্নিপাকে মরবি চুবনি খাইয়া
পারে যদি যেতে চাও
মুর্শিদ ধনকে সঙ্গে নাও
বাদাম দিও মুর্শিদের নাম লইয়া
হইয়া মুর্শিদ কর্নধার
নেয় যদি করিয়া পার
রাইখো তারে হাইল মাচায় বসাইয়া
মুর্শিদ ধন থাকলে সঙ্গে
ভয় কিরে মন অকুল গাঙে
প্রেম তরঙ্গে যাওগো তরী বাইয়া
দীনহীন মনসুর বলে
প্রেমের তরী উজান চলে
মুর্শিদ নামের নিশান দাও উড়াইয়া
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: