লালনের গান
              ৫১৩

কোন রসে প্রেম সেধে হরি গৌর বরণ হল কিসে॥

না জেনে সেই রসের মর্ম

প্রেম যাজন কার হয় কিসে॥

প্রভুর যে মত সেই মত সার

আর যত সব যায় ছারেখার

তাইতে ঘুরি কিবা করি

ব্রজের পথের পাইনা দিশে॥

অনেকে কয় অনেক মতে

ঐক্য হয়না মনের সাথে

ব্রজের তত্ত্ব পরমার্থ ফিরি তাই জনবার আশে॥

কামে থেকে নিষ্কামী হয়

আজব একটা এই জানা যায়

কি তার মর্ম কে জানে তায়

লালন তাই ভেবে বসে॥

 

গ্রন্থভুক্তি: লালন সঙ্গীত সমগ্র, দ্বিতীয় খণ্ড। মোহাম্মদ এন্তাজ উদ্দিন। পড়শী প্রকাশনী (০৫ ডিসেম্বর ২০০৫)। পৃষ্ঠা: ৫৫