নজরুল ইসলাম বাবুর গান
                     

ডাকে পাখি খোল আঁখি দেখ সোনালী আকাশ,
বহে ভোরেরও বাতাস


ফুলে ফুলে ঐ দোলে প্রজাপতি দোলে,
নেচে নেচে ঐ চলে বেলা বেড়ে চলে
আলো ফোটে তবু কেন ঘুমের বিলা

ডাকে পাখি খোল আঁখি দেখ সোনাল
আকাশ,
বহে ভোরেরও বাতাস


রোমে রোমে ওই
, লাগে প্রভাতিয়া লাগে
রাগে রঙে তার জাগে পৃথিবীটা জাগে
চারিদিকে থাকে যেন প্রা
ণের প্রকাশ
বহে ভোরেরও বাতাস

 

শিল্পী: হৈমন্তী শুক্লা
বাণী: নজরুল ইসলাম বাবু
সুরকার: শেখ সাদী খান
চলচিত্র: প্রতিরোধ