রামনিধি গুপ্ত (নিধুবাবু)-এরর
গান
নিধুবাবুর জীবনী
১
ভৈরব ॥ ঢিমে তেতালা॥
অরুণ সহিতে করিয়া অরুণ আঁকি উদয় প্রভাতে।
কমল বদন, মলিন এমন, না পারি দেখিতে॥
উচিত না ছিল তব প্রভাতে আসিতে।
দুঃখের উপর, দুঃখ হে অপার, তোমারে হেরিতে ॥১॥
গ্রন্থভুক্তি:
১. নিধুবাবু ও তাঁর টপ্পা। গান-১। রমাকান্ত সম্পাদিত। (বইমেলা, ২০০১)।
২. বাঙালির গান। গান-২ ও ৪৩৫। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত। পশ্চিমবঙ্গ
বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১ সংস্করণ।
পাঠভেদ:
অরুণ সহিতে করিয়া অরুণ আঁকি উদয় প্রভাতে।
:[নিধুবাবু ও তাঁর টপ্পা, বাঙালির গান ৪৩৫]
অরুণ-সহিতে করিয়া অরুণ-আঁখি উদয় প্রভাতে। :[বাঙালির গান
]
কমল বদন, মলিন এমন, না পারি দেখিতে॥
:[নিধুবাবু ও তাঁর টপ্পা ও বাঙালির গান ৪৩৫]
কমল-বদন, মলিন এমন, না পারি দেখিতে॥
:[বাঙালির গান ]
সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
রাগ: ভৈরব। তাল: ঢিমে তেতালা :[নিধুবাবু ও তাঁর
টপ্পা ও বাঙালির গান ৪৩৫]
রাগ: ভৈরবী। তাল: জলদতেতালা :[বাঙালির গান ]