শ্রীনির্মলচন্দ্র বড়ালের গান

                       ২

               জৌনপুরী । এ্কতাল           

                

রিক্ত করিয়া লবে গো আমায়, তোমায় সুধায় ভরিবে।

বারে বারে এই ব্যথা দিয়ে দিয়ে সকল হৃদয় হেরিবে॥

তাই তো গো তুমি ধন জন মান, সব হতে কাড়ি লইলে এ প্রাণ

অশ্রু সলিলে ধু'লে দুনয়ান আপন যে মোরে করিবে॥

তাই ভালো মোর তাই ভালো নয়নের জল, এই ভালো,

তব সনে যদি দরশন মিলে, ব্যথা-সুধা আরো আরো ঢালো।

দাও দাও মোরে বেদনার দান, বেদনার রঙে রাঙা হোক প্রাণ,

বক্ষ-শোণিতে বাহিরাক গান সে হার কণ্ঠে পরিবে॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, সপ্তম খণ্ড, ১৭ সংখ্যক গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] 
২. শ্রীনির্মলচন্দ্র বড়াল কৃত স্বরলিপি, 'ভোরের পাখী' গ্রন্থ ও পাণ্ডুলিপি।


প্রাসঙ্গিক
বিষয়:

 

স্বরলিপিকারশ্রীনির্মলচন্দ্র বড়াল

প্রাসঙ্গিক বিষয়:
 

স্বরলিপিকারশ্রীনির্মলচন্দ্র বড়াল

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
 জৌনপুরী

তাল: একতাল   

পর্যায়:  ব্রহ্মসঙ্গীত
লয়:  ঈষৎ দ্রুত

গ্রহস্বর: মা