প্রতিভা দেবীর গান

                 

          আড়ানা বাহার। যৎ

 

হেরি তব সুন্দর মুরতি

তব কিরণ ছটা উজলে

        নব বিমল ভাতি

হেরি তব প্রেমজ্যোতি, প্রকাশিছে বিশ্বছবি

তুমি জগতগুরু জগতপিতা

            তুমি বিশ্ববিধাতা।

 

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, নবম খণ্ড, ২০  সংখ্যক গান [সাধারণ ব্রাহ্মসমাজ (মাঘ ১৪১৪ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:

 

স্বরলিপিকার

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
আড়ানা বাহার

তাল: যৎ

পর্যায়:  ব্রহ্মসঙ্গীত
গ্রহস্বর :মপা