রামমোহন রায়ের গান

               
              ১১


নিরুপমের উপমা, সীমাহীনে দিতে সীমা, নাহি হয় সদ্ভাবনা।
অচিন্ত্য উপাধিহীনে, অতিক্রান্ত গুণ তিনে,
যত সব অর্ব্বাচীনে করয়ে কল্পনা।
পদার্থ ইন্দ্রিয় পর, বিভু সর্ব্ব অগোচর, বেদ বিধির অন্তর,
মন জান না। বর্ণেতে বর্ণিতে নারি, বাক্যেতে কহিতে হারি,
শ্রবণ মনন তাঁরি, কর সূচনা।


গ্রন্থভুক্তি

১.

প্রাসঙ্গিক বিষয়:
রাজা রামমোহন রায়ের গান।

 

সুরকার:

স্বরলিপিকার:

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী