৫
সাহানা । ধামার
ভয় করিলে যাঁরে না থাকে অন্যের ভয়।
যাঁহাতে করিলে প্রীতি জগতের প্রিয় হয়॥
জড় মাত্র ছিলে, জ্ঞান যে দিল তোমায়,
সকল ইন্দ্রিয় দিল, তোমার সহায় ;
কিন্তু তুমি ভোল তাঁরে, এ তো ভালো নয়॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, ২০ সংখ্যক গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
২.
বাঙালির গান। ২০ সংখ্যক গান। [দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত, এপ্রিল ২০০১ খ্রিষ্টাব্দ]
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার: কাঙালীচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: সাহানা।
তাল:
ধামার
অঙ্গ: ধ্রুপদাঙ্গ।
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়:
ঈষৎ দ্রুত
গ্রহস্বর: ণা