৭
কে ভুলালো হায়
কল্পনাকে সত্য করি জান, এ কি দায়।
আপনি গড়হ যাকে,
যে তোমার বশে তাঁকে
কেমনে ঈশ্বর ডাকে কর অভিপ্রায় ?
কখনো ভূষণ দেও, কখনো আহার ;
ক্ষণেকে স্থাপহ, ক্ষণেক করহ সংহার।
প্রভু বলি মান যারে,
সম্মুখে নাচাও তারে –
হেন ভুল এ সংসারে দেখেছ কোথায় ?॥
গ্রন্থভুক্তি
১.
প্রাসঙ্গিক বিষয়:
রাজা রামমোহন রায়ের গান।
সুরকার: ।
স্বরলিপিকার:
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী