রামমোহন রায়ের গান

               
             


দেখ মন এ কেমন আপন অজ্ঞান।
আমি যারে বল তার না পাও সন্ধান।।
সকল শরীর ব্যাপি যে আছে তোমার, অথচ না জান
তার কেমন প্রকার, অতএব ত্যজ জানি এই অভিমান


গ্রন্থভুক্তি

১.

প্রাসঙ্গিক বিষয়:
রাজা রামমোহন রায়ের গান।

 

সুরকার:

স্বরলিপিকার:

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী