যোগীন্দ্রনাথ সরকারের গান

                    ২

            খাম্বাজ। একতাল

             

ছোট শিশু মোরা, তোমার করুণা হৃদয়ে মাগিয়া লব,

জগতের কাজে, জগতের মাঝে, আপন ভুলিয়া রব॥

ছোট তারা হাসে আকাশের গায়, ছোট ফুল ফোটে গাছে;

ছোট বটে; তবু তোমার জগতে আমাদেরও কাজ আছে।

দাও তবে প্রভু হেন শুভমতি প্রাণে দাও নব আসা;

জগত মাঝারে যেন সবাকারে দিতে পারি ভালোবাসা।

সুখে দুখে শোকে অপরের লাগি যেন এ জীবন ধরি;

অশ্রু মুছায় বেদনা ঘুচায়ে জীবন সফল করি॥

 

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, ১১সংখ্যক গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] 


প্রাসঙ্গিক বিষয়:
গানটির সুর
পূর্ণেন্দুমোহন গঙ্গোপাধ্যায়-এর সৌজন্যে প্রাপ্ত
 

স্বরলিপিকার প্রফুল্লকুমার দাস

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
 খাম্বাজ

তাল: একতাল

পর্যায় :  ব্রহ্মসঙ্গীত
লয়  :  ঈষৎ দ্রুত

গ্রহস্বর : পা